‘দেশে এক মাসে করোনা রোগীর ৮২ শতাংশ ওমিক্রনে আক্রান্ত’
দেশে এক মাসে নভেল করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে ৮২ শতাংশই ওমিক্রন ভ্যারিয়্যান্ট এবং বাকিরা ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্ত বলে জানা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড-১৯ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
বিএসএমএমইউতে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উপাচার্য শারফুদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘গত ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আউটডোরগুলোতে ৮৮ শতাংশ ওমিক্রনে আক্রান্ত রোগী পেয়েছি। ইনডোর ও আউটডোর মিলিয়ে আমরা ৮২ শতাংশ ওমিক্রনে আক্রান্ত রোগী পেয়েছি। এ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর মধ্যে ৬৫ শতাংশ ওমিক্রন এবং ৩৫ শতাংশ ডেলটায় আক্রান্ত রোগী রয়েছে। এ ছাড়া যারা টিকা নেয়নি, তাদের ৮০ শতাংশ এ ওমিক্রন ও ডেলটায় আক্রান্ত হয়েছে। আর যারা টিকা নিয়েছে, তাদের মধ্যে কমপ্লিকেশন ও মৃত্যুহার কম পেয়েছি।’
আরও বলা হয়, ওমিক্রন ভ্যারিয়্যান্টে দ্রুত সংক্রমণ ছড়ায়। তবে, এ ভ্যারিয়্যান্টে মৃত্যুহার কম। ডায়াবেটিস-ক্যানসারে আক্রান্ত এবং বয়স্ক রোগীদের পাশাপাশি যারা ভ্যাকসিন নেয়নি, তাদের মৃত্যুহার বেশি।