করোনায় দাউদ ইব্রাহিমের ভাতিজার মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/25/paakistaan.jpg)
উপমহাদেশের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দাউদ ইব্রাহিমের ভাতিজা সিরাজ কাসকার (৩৮) পাকিস্তানের করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, সিরাজ কাসকার দাউদ ইব্রাহিমের বড় ভাই সাবির কাসকারের ছেলে।
সিরাজের বাবা সাবির প্রথমে দলের (গ্যাং) প্রধান ছিল। পাঠান গ্যাংয়ের নির্দেশে ১৯৮১ সালে সাবিরকে গুলি করে হত্যা করে আরেক গ্যাংস্টার মানিয়া সুরভে। মুম্বাইয়ের অন্ধকার জগতের মালিকানা নিয়েই হয়েছিল এই বিবাদ। এরপর সময়ের পরিক্রমায় অন্ধকার জগতের ডন হয়ে ওঠেন দাউদ ইব্রাহিম।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/25/paakistaan-1.jpg)
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সূত্র জানিয়েছে, সিরাজের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর গোপন সূত্রে জানতে পেরেছে ভারতের এই সংস্থাটি। জানা গেছে, গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয় সিরাজের। করাচির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়।
কিন্তু দিন দিন অবস্থার অবনতি হচ্ছিল সিরাজের। পরে বুধবার তার হৃদস্পন্দন কমতে শুরু করে; সেই সঙ্গে শরীরের একের পর এক অংশ কাজ করা বন্ধ করে দেয়। করাচি থেকে মুম্বাইয়ে সিরাজের আত্মীয়দের তার মৃত্যুসংবাদ দেওয়া হয়। সেখান থেকেই সূত্র মারফত খবর পেয়েছে মুম্বাই পুলিশ।