করোনায় বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল (৭১)। দিল্লির মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৩টায় মারা যান তিনি।
এনডিটিভি এক প্রতবিদেনে জানায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর অন্যতম আস্থাভাজন রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন আহমেদ প্যাটেল। তিনি ছিলেন কংগ্রেসের কোষাধ্যক্ষ। তিনি একাধিকবার লোকসভা ও রাজ্যসভার সাংসদ ছিলেন।
আহমেদ প্যাটেলের ছেলে ফয়সাল প্যাটেল জানান, রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রায় এক মাস আগে আহমেদ প্যাটেলের করোনা শনাক্ত হয়। পরে তাঁর নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। আহমেদ প্যাটেলের মৃত্যুতে কংগ্রেস, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন।
সোনিয়া গান্ধী শোক প্রকাশ করে বলেছেন, তিনি এক বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারিয়েছেন। আহমেদ প্যাটেলের শূন্যতা অপূরণীয়। সোনিয়া বলেন, ‘আমি এমন একজন সহকর্মীকে হারিয়েছি, যার পুরো জীবন কংগ্রেসের জন্য নিবেদিত ছিল।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কংগ্রেসকে শক্তিশালী করার ক্ষেত্রে আহমেদ প্যাটেলের ভূমিকা সব সময় স্মরণীয় হয়ে থাকবে।’ আহমেদ প্যাটেলের আত্মার শান্তি কামনা করেছেন নরেন্দ্র মোদি।