করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১১৮৮ মৃত্যু ব্রাজিলে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/22/brazil.jpg)
প্রাণঘাতী করোনাভাইরাসের আঘাতে দিশেহারা হয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্সের পর এবার সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে দেশটি।
ব্রাজিলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সর্বোচ্চ এক হাজার ১৮৮ জনের মৃত্যু হয় গতকাল বৃহস্পতিবার। ফলে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গতকাল ১৭ হাজার ৫৬৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২১ জন, বিশ্বের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। ব্রাজিলের চেয়ে বেশি রাশিয়ায় তিন লাখ ১৭ হাজার ৫৫৪ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬ লাখ ২০ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছে।