করোনা ঠেকাতে চীনের রাজধানীতে মেট্রো স্টেশন, বাস রুট বন্ধ
চীনের রাজধানী বেইজিংয়ে আজ বুধবার কয়েক ডজন মেট্রো স্টেশন ও বাস রুট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে কোভিড-১৯-এর বিস্তার ঠেকাতে এবং বৃহত্তম শহর সাংহাইয়ের মতো পরিস্থিতি এড়াতে এমন পদক্ষেপ নিল বেইজিং।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, কোভিড-১৯-এর বিস্তার ঠেকাতে চীনের সাংহাইয়ের লাখ লাখ বাসিন্দা এক মাসেরও বেশি সময় ধরে কঠোর লকডাউনে রয়েছে।
রাজধানী বেইজিংয়ে ৪০টির বেশি পাতাল রেল স্টেশন এবং ১৫৮টি বাস রুট বন্ধ করে দেওয়া হয়েছে। আর বন্ধ করে দেওয়া বেশির ভাগ স্টেশন ও বাস রুট বেইজিংয়ের কেন্দ্রস্থল চাওয়াং জেলায়।
নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে চীনের এ আপসহীন যুদ্ধ ভাইরাসটির বৃদ্ধি লাগাম টেনে ধরতে সাহায্য করছে ঠিকই তবে, সেখানে বিনিয়োগ করা আন্তর্জাতিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল মঙ্গলবার অন্য আরেকটি শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে শহরটিতে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) এবং অন্যান্য কোভিড নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হবে।
এদিকে, চীনের কেন্দ্রীয় ঝেংঝু শহরেও লকডাউন ঘোষণা করা হয়েছে। এ শহরে এক কোটি ২৬ লাখ লোকের বসবাস। এ ছাড়া অ্যাপলের আইফোন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন-এর কারখানাও অবস্থিত এ ঝেংঝু শহরে।