করোনা থেকে সুস্থ প্রায় দুই কোটি ৯৬ হাজার মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ ১৫ হাজার ৯১১ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৫৩৬ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ৯৫ হাজার ৯২৪ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৮ লাখ ৪৬ হাজার ৯৫ জন, ব্রাজিলে ৩৪ লাখ ৫৩ হাজার ৩৩৬, ভারতে ৩৪ লাখ ৬৯ হাজার ৮৪, রাশিয়ায় আট লাখ ৫৬ হাজার ৪৫৮, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৬৯ হাজার ৯৩৫, পেরুতে পাঁচ লাখ ৩৬ হাজার ৯৫৯, কলোম্বিয়ায় পাঁচ লাখ ৫২ হাজার ৮৮৫, মেক্সিকোতে চার লাখ ৫৪ হাজার ৯৮২, চিলিতে তিন লাখ ৯৯ হাজার ৫৫৫, ইরানে তিন লাখ ৩৯ হাজার ১১১, সৌদি আরবে দুই লাখ ৯৮ হাজার ৯৬৬, পাকিস্তানে দুই লাখ ৮৬ হাজার ৫০৬, তুরস্কে দুই লাখ ৫৪ হাজার ১৮৮, জার্মানিতে দুই লাখ ৩১ হাজার ৯০০, বাংলাদেশে দুই লাখ ৩০ হাজার ৮০৪, ইতালিতে দুই লাখ ১১ হাজার ২৭২, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৭ হাজার ৭৪৬, কানাডায় এক লাখ ১৮ হাজার ২৭১, ফ্রান্সে ৮৮ হাজার ৫২৪ জন, ওমানে ৮৩ হাজার ১১৫ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৫৮ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৮২ হাজার ২২ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৭ হাজার ৩৫৯, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৪৯২, সুইজারল্যান্ডে ৩৮ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৭ হাজার ৩৬০, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৮৬৩ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১৪৩ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ সাত হাজার ৯১৯ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।