কানাডায় মডার্নার করোনা টিকা বিতরণ শুরু
ফেডএক্স করপোরেশনের কানাডাভিত্তিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যামেরিসোর্সবার্গেনের অধিভুক্ত ইনোমার স্ট্র্যাটেজিসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কানাডাজুড়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণ শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, ফেডএক্স ও ইনোমার স্ট্র্যাটেজিস ভ্যাকসিন সরবরাহ করার ক্ষেত্রে কানাডা সরকারকে সহায়তা করছে।
প্রতিবেদনে জানানো হয়, কানাডা সরকারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার ঘোষণা দেওয়া হয়, মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজগুলো কানাডায় পৌঁছেছে। গত বুধবার মডার্নার এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। এ বছরের শেষে এক লাখ ৬৮ হাজার ডোজ ভ্যাকসিন নেওয়ার আশা প্রকাশ করছে কানাডা সরকার।
রয়টার্স জানিয়েছে, কানাডায় এখন পর্যন্ত পাঁচ লাখ ২৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ১৪ হাজার মানুষের।