কিয়েভের নিকটবর্তী হচ্ছে রুশ বাহিনী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/12/kyiv.jpg)
ধীরগতিতে হামলা জারি রেখে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
রাজধানী কিয়েভে বহুমুখী হামলার পাশাপাশি উত্তরপূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের ৩০ কিলোমিটার (১৮ দশমিক ৬ মাইল) দূরত্বের মধ্যে এগিয়ে চলে এসেছে রাশিয়ার সামরিক বাহিনীর বহর। অন্যদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ঘেরাও করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/12/kyiv-insert.jpg 687w)
এদিকে, মারিওপোল শহরে রুশ বাহিনীর ঘেরাওয়ে আটকাপড়া সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে রাশিয়ার চলমান হামলার কারণে এ কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ইউক্রেন সরকারের।
মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজের সাংবাদিক ট্রে ইংস্ট আজ শনিবার সকালে টুইটে বলেন, ‘কিয়েভে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত আজই সবচেয়ে ভয়াবহ মাত্রায় বোমা হামলার শব্দ শুনতে পাচ্ছি আজ।’
রাশিয়া যথারীতি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে।