খাশোগি হত্যাকাণ্ডের পর প্রথম ইউরোপ সফরে মোহাম্মদ বিন সালমান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/26/embies.jpg)
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ইউরোপের উদ্দেশে সৌদি আরব ছেড়েছেন। এই সফরে তাঁর গ্রিস ও ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ আজ মঙ্গলবার এ তথ্য জানায়।
সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে মার্কিন প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ইউরোপ সফর করেননি মোহাম্মদ বিন সালমান। তুরস্কে বিয়ের কাগজপত্র সংগ্রহ করতে এসে খাশোগি খুন হওয়ার পর পশ্চিমের সঙ্গে সম্পর্কের অবনতি হয় সৌদি রাজ পরিবারের।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/26/embies-insaartt.jpg)
ওই দুই দেশের আমন্ত্রণ ও বাদশাহ সালমান বিন সউদের নির্দেশে ক্রাউন প্রিন্স মোহাম্মদ ইউরোপ সফর করছেন বলে জানায় এসপিএ। সফরে উভয় দেশের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন মোহাম্মদ বিন সালমান।