ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে একজনের মৃত্যু, লণ্ডভণ্ড কলকাতা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/09/kolkata-pic.jpg)
উপকূলের পর এবার কলকাতা শহরেও আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল। এর প্রভাবে কলকাতায় ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। সন্ধ্যা থেকেই কলকাতা শহরে শুরু হয়েছ ভারী বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল স্থলভাগের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৭০ কিলোমিটার।
ঝড়ো হাওয়ার প্রভাবে এরই মধ্যে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। এদিন সন্ধ্যায় বালিগঞ্জের সিসিএফসি ক্লাবের কাছে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টির কারণে গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহাম্মদ সোহেল নামের ওই ব্যক্তির।
এ দিকে রাত বাড়ার সঙ্গে ঘূর্ণিঝড় বুলবুলের আতঙ্কে শুনশান হতে শুরু করেছে কলকাতা শহর। সন্ধ্যা নামতেই কলকাতার রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বাস ও অন্যান্য পরিষেবা।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে হাওড়া স্টেশনের পর এবার ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদাতেও। এরই মধ্যে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। হাওড়া স্টেশ থেকে পাঁশকুড়া, দীঘা শাখার সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখাতেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। রাত নয়টার পর থেকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ও শিয়ালদা থেকে নামখানা লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রেল সূত্রে।
পাশাপাশি কলকাতা সংলগ্ন শহরতলী ও জেলাগুলোতেও প্রবলভাবে ছড়িয়ে পড়েছে বুলবুলের আতঙ্ক। বহু এলাকায় সন্ধ্যা নামতেই বিদ্যুত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক পরিষেবার ক্ষেত্রেও বহুস্থানে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।