চন্দ্রপৃষ্ঠে মিলল ভারতের ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ, নাসার ছবি প্রকাশ
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের ‘চন্দ্রযান ২’-এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। নাসার লুনার অরবিটার মহাকাশ থেকে এই ছবি পাঠিয়েছে।
নাসা ভারতের ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের সন্ধান দেওয়ায় স্পষ্ট হয়ে গেল, ৭ সেপ্টেম্বরের রাতে হার্ড ল্যান্ডিংয়ের (সজোরে অবতরণ) ফলে ধ্বংস হয়ে যায় বিক্রম।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর চাঁদের মাটিতে বিক্রমের ভেঙে পড়া জায়গাটির ছবি প্রকাশ করে নাসা। সে ছবি থেকে একটি অংশকে বিক্রমের ধ্বংসাবশেষ বলে দাবি করেন ভারতীয় কম্পিউটার প্রোগ্রামার ও পেশায় যন্ত্র প্রকৌশলী শানমুগা সুব্রমানিয়ান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
নাসার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সুব্রমানিয়ানই প্রথম বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করেছেন বলে নিশ্চিত করেছেন নাসার বিশেষজ্ঞরা।
এদিকে, নাসার সর্বশেষ প্রকাশিত ছবিতে শানমুগা সুব্রমানিয়ানের চিহ্নিত জায়গাটিকে ‘এস’ বলে চিহ্নিত করা হয়েছে। নাসার প্রকাশিত ছবিতে নীল ও সবুজ রং দিয়ে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। জানা গেছে, নীল রং দিয়ে বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, সবুজ রং দিয়ে বিক্রমের ভেঙে পড়া টুকরার ধাক্কায় সরে যাওয়া চাঁদের মাটিকে বোঝানো হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময়ে ‘চন্দ্রযান ২’-এর অরবিটারের সঙ্গে ল্যান্ডার বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চাঁদের বুক থেকে ২.১ কিলোমিটার ওপরে থাকতেই বিক্রমের সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। তখনই ধারণা করা হয়েছিল, চন্দ্রপৃষ্ঠে কোথাও আছড়ে পড়েছে বিক্রম।