চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী ও গীতিকার বিল উইথারস
মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীতশিল্পী ও গীতিকার বিল উইথারস মারা গেছেন। গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী ৮১ বছর বয়সী এই শিল্পী সত্তরের দশকে ‘লিন অন মি’ ও ‘এইন্ট নো সানশাইন’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, ১৪ বছরের ক্যারিয়ার ছিল বিলের। ১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল তাঁর সর্বশেষ অ্যালবাম। তাঁর গাওয়া ‘লাভলি ডে’ ও ‘জাস্ট দ্য টু অব আস’ বিশ্বের সেরা ধ্রুপদি গানগুলোর অন্যতম। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট বিল ১৯৩৮ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন।
‘আমি গান শিখিনি, কিন্তু এটি আমি করেছি,’ এক সাক্ষাৎকারে বলেছিলেন বিল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে।
১৯৬৭ সালে লস অ্যাঞ্জেলেসে যান বিল এবং ১৯৭১ সালে নিজের প্রথম অ্যালবাম ‘জাস্ট অ্যাজ আই অ্যাম’ মুক্তি দেন, যেটি প্রযোজনা করেছিলেন বুকার টি জোনস।