চাঁদ থেকে নমুনা সংগ্রহ করেছে চীনের চন্দ্রযান
চীনের চন্দ্রযান চ্যাং ফাইভ সফলভাবে চাঁদের পিঠে অবতরণ করার পর বুধবার প্রথম নমুনা সংগ্রহ করেছে বলে জানিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)।
চীনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার পর চন্দ্রযানটি চাঁদের পূর্বনির্ধারিত স্থানে অবতরণ করে। খবর এপির।
অবতরণের পর সেখানকার কয়েকটি ছবিও পাঠিয়েছে চন্দ্রযান চ্যাং ফাইভ। সিএনএসএ-এর এক বিবৃতির বরাত দিয়ে সিনহুয়া জানায়, ‘চ্যাং চাঁদ থেকে নমুনা সংগ্রহ করেছে।’
এর আগে ষাট ও সত্তরের দশকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশযান চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে নমুনা সংগ্রহ করেছিল। এরপর পেরিয়ে গেছে অর্ধশত বছর। এবার চীনও যোগ হলো ওই কাতারে।
গত ২৪ নভেম্বর চীনের হাইনান প্রদেশ থেকে আট দশমিক দুই টন ওজনের চীনা মহাকাশযান চ্যাং ফাইভ পৃথিবী থেকে যাত্রা করে চাঁদের উদ্দেশে। ১১২ ঘণ্টা উড্ডয়নের পর চন্দ্রযানটি শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এরপর মঙ্গলবার অবতরণ করে চন্দ্রপৃষ্ঠে।
এর আগে ২০১৯ এবং ২০১৩ সালে চীনের আরো দুটি মহাকাশযান চাঁদে প্রথমবারের মতো অবতরণ করেছিল।