চীনের তৈরি করোনা টিকার ১২ লাখ ডোজ কিনছে পাকিস্তান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/31/paakistaan.jpg)
চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনার টিকা। ছবি : সংগৃহীত
চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা কিনছে পাকিস্তান। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি থেকে ১২ লাখ ডোজ টিকা কেনা হবে বলে বৃহস্পতিবার জানান পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলার মধ্যে এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ টিকা কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিল। এর আগে এদিন নিজ দেশের সিনোফার্মের এই টিকা প্রথম ব্যবহারের অনুমোদন দেয় চীন।
চৌধুরী ফাওয়াদ হোসেন টুইটারে লেখেন, ‘চীনের প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে প্রাথমিকভাবে ১২ লাখ ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা কমিটি। করোনা মহামারিকালে সম্মুখযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হওয়া ব্যক্তিদের আগামী তিন মাসে বিনা মূল্যে এই টিকা দেওয়া হবে।’