চীনের হয়ে গুপ্তচরবৃত্তি : সাবেক সিআইএ কর্মকর্তা গ্রেপ্তার
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এক সাবেক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, এক আত্মীয়সহ গ্রেপ্তার করা হয় অ্যালেক্সান্ডার ইয়ুক চিং মা নামে ওই সাবেক সিআইএ কর্মকর্তাকে। ওই আত্মীয়ও সিআইএর সঙ্গে যুক্ত ছিলেন।
হাওয়াই থেকে শুক্রবার ৬৭ বছর বয়সী চিং মা’কে গ্রেপ্তার করা হয় বলে মার্কিন বিচার বিভাগ জানায়।
তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি তাঁর এক আত্মীয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
গ্রেপ্তারকৃত আরেক সাবেক ওই সিআইএ কর্মকর্তার নাম প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, চিং মা দুই যুগ ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য চীনের কাছে বিক্রি করে আসছিলেন।
হংকংয়ে জন্মগ্রহণ করেন মার্কিন নাগরিক চিং মা। তিনি ১৯৮২ সাল থেজে ১৯৮৯ সাল পর্যন্ত সিআইএতে কর্মরত ছিলেন। এরপর চীনের সাংহাইতে চলে যান। পরে ২০০১ সালে তিনি হাওয়াইতে ফিরে আসেন।
হংকংয়ে চীনা গোয়েন্দাদের সঙ্গে একটি বৈঠকে উপস্থিত ছিলেন চিং মা, একটি টেপে এর প্রমাণ পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যায়, নগদ ৫০ হাজার ডলার নোট গ্রহণ করছেন এবং সেগুলো গুনছেন চিং মা।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনায় গুপ্তচরবৃত্তির অভিযোগে এ গ্রেপ্তারের ঘটনা ঘটল।
চিং মাকে মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে। দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন সাজা হতে পারে তাঁর।