চীনে ভূমিকম্পে নিহত এক, আহত চার

চীনের গুয়াংঝি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের দক্ষিণের কাউন্টি পর্যায়ের নগরী জিংঝিতে ভূমিকম্পের আঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.২।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ডক্সিন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। কাউন্টি কর্তৃপক্ষ সেখানের পরিস্থিতি মূল্যায়নে উদ্ধার কর্মী পাঠিয়েছে।
জিংঝির জরুরি বিভাগ জানায়, এ ভূমিকম্পে কিছু এলাকায় ভূমিধস হয়েছে ও অনেক বাড়ির দেয়ালে ফাটল ধরেছে। প্রথম দফার ভূমিকম্পের পর সেখানে ফের ভূমিকম্প অনুভূত হয়।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০৬.৬৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।