জাতিসংঘে মিয়ানমারের সেনা প্রতিনিধিদের আসন নিতে বাধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/15/miyyaanmaar.jpg)
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখলকারী মিয়ানমার সামরিক সরকারের প্রতিনিধিদের আবারও আসন গ্রহণ করতে দেয়নি জাতিসংঘের একটি উচ্চ পদস্থ কমিটি। কূটনীতিক ও মিয়ানমার মানবাধিকার সংস্থা সূত্রে এ খবর পাওয়া গেছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কূটনীতিক বার্তা সংস্থা এপিকে জানান, সাধারণ পরিষদের ক্রেডেনসিয়াল কমিটি মিয়ানমারের সেনা সদস্যদের আসন গ্রহণের অনুরোধ পিছিয়ে দেয়। খবর আলজাজিরার।
মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট (এমএপি) এক বিবৃতিতে জানায় যে, কূটনীতিকদের মাধ্যমে তারা জানতে পেরেছেন ২৯ নভেম্বর শুরু হওয়া ওই বৈঠকে প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার বিষয়ে মিয়ানমারের জেনারেলদের উদ্যোগকে বাতিল করে দেওয়া হয়।
এ বিষয়ে এমএপি’র পরিচালক ক্রিস গানেস বলেন, এ ধরনের তৎপরতা খুবই গুরুত্বপূর্ণ এবং এর যথেষ্ট কূটনৈতিক ও প্রতীকী তাৎপর্য রয়েছে আর বিষয়টি তখনই ঘটলো যখন অবৈধ সামরিক শাসক নেতারা আন্তর্জাতিক সমর্থন আদায়ে বেশ উদ্যোগী।
আশা করা হচ্ছে শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এই সিদ্ধান্তের অর্থ হলো জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ মোয়ে তুন তার পদে দায়িত্ব পালন করতে পারবেন যিনি দেশটির বেসামরিক সরকারের নেতা অং সান সু চির নিয়োগ পাওয়া কর্মকর্তা।
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে ব্যস্ত মিয়ানমারের সামরিক সরকার কিয়াউ মোয়ে তুনের কাছে থেকে দায়িত্ব সামরিক বাহিনীর সদস্যদের হাতে নিতে চাপ দিয়ে আসছিল।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/12/15/miyyaanmaar-skrinn-shtt.jpg)
এ প্রসঙ্গে এমএপি জানায় জাতিসংঘকে এখন কিয়াউ মোয়ে তুনকে সব ধরনের অধিকারের বিষয়ে নিশ্চয়তা দেওয়া প্রয়োজন যেন তিনি জাতিসংঘের সব অঙ্গ সংগঠনে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন।