টিভি চ্যানেলগুলোকে বিনোদনমূলক অনুষ্ঠান কমানোর নির্দেশ দিল চীন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/29/china_cut_entertainment.jpg)
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে একেবারেই শান্তিতে নেই চীনবাসী। এরই মধ্যে ১৩২ জনকে মেরে ফেলেছে এই ভাইরাস। এমন পরিস্থিতিতে স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি বিশেষ নির্দেশনা জারি করেছে চীনের টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ। টিভি স্টেশনগুলোকে বিনোদনের এয়ারটাইম বা নির্ধারিত সময় কমিয়ে করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা প্রচারের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন বলেছে, টিভি চ্যানেলগুলোর উচিত আরো বেশি করে করোনাভাইরাসজনিত মহামারি সংক্রান্ত প্রতিবেদন সম্প্রচার করা। চীনভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
এদিকে করোনাভাইরাস সংক্রান্ত বিশেষ প্রতিবেদন সম্প্রচারের জন্য ঝেজিয়া, হুনান, শানডং ও আনহুই প্রদেশের টিভি চ্যানেলগুলোর প্রশংসা করেছে চীন সরকার। চীনের দুটি জনপ্রিয় বিনোদন চ্যানেল—হুনান টিভি ও ঝেজিয়া টিভি—বসন্ত উৎসবের ছুটির দিনে তাদের প্রাইমটাইমের বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি বদল বা বাতিল করেছে।
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রায় ছয় হাজার মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঘিরে ক্রমেই বাড়ছে আতঙ্ক। এর কারণ অব্যাহত মৃত্যু আর ভাইরাসের দ্রুত সংক্রমণ। চীনে যে গতিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে, তা সামাল দিতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে চীন সরকারকে।
ভয়ংকর এই রোগের সংক্রমণ ঠেকাতে ১৪টিরও বেশি শহর অবরুদ্ধ করে দিয়েছে চীন। সেখানে সব ধরনের যান চলাচল ও বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শহরে কেউ প্রবেশ করতে কিংবা শহর থেকে বের হতে পারছেন না। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছেন শহরগুলোর পাঁচ কোটির মতো মানুষ। নতুন করে আরো বেশ কয়েকটি শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন শহরের বাসিন্দাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, চীন থেকে নাগরিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে বেশ কয়েকটি দেশ। অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের নাগরিকদের চীন থেকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানায়, মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আরো বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং গোটা চীনে নিশ্চিত করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচ হাজার ৯৭৪ জনে। এ ছাড়া আরো অন্তত ৯ হাজার ২৩৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। চীন ছাড়াও আরো ১৬টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।