ট্রাম্প আসার আগেই বস্তি ঘেরা হচ্ছে উঁচু দেয়ালে
চলতি মাসে ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর আহমেদাবাদে যাবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সফরের আগে আহমেদাবাদের ‘বস্তি’ ঢাকতে তৎপর হয়ে পড়েছে রাজ্যের বিজেপি সরকার। যে কারণে শহরের একটি বস্তি ঘিরে উঁচু দেয়াল তোলা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেন বস্তি দেখতে না পান তাই এই পদক্ষেপ।
আহমেদাবাদ বিমানবন্দরের অবতরণের পরে ট্রাম্পের গাড়িবহর যে পথ দিয়ে যাবে, সেখানে একটি বস্তি আছে। ওই বস্তিতে প্রায় ৮০০ পরিবারের বসবাস। আর এই বস্তি প্রশাসনিক কর্তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে তড়িঘড়ি শহরের ‘সৌন্দর্যায়ন ও পরিষ্কার-পরিচ্ছনতায়’ ওই বস্তি ঘিরে ৪০০ মিটার লম্বা এবং সাত ফুট উঁচু দেয়াল তোলা হচ্ছে। যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করতে কমপক্ষে দেড়শ শ্রমিক দিনরাত কাজ করছেন বলে ঠিকাদারকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
যদিও সরকারি কর্মকর্তাদের বক্তব্য, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার কারণেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর সঙ্গে বস্তির লুকোনোর কোনো সংযোগ নেই। বস্তির চারপাশে দেয়াল তোলাকে শহরের সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্নতার অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন তাঁরা। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এ খবর জানিয়েছে।
এর আগে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার সফরের আগে রাতারাতি হায়দরাবাদ শহরের রাস্তাঘাট থেকে ভিক্ষুকদের সরিয়ে দিয়েছিল তেলেঙ্গানা সরকার। এ নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও ইভাঙ্কার সফরের সঙ্গে ভিখারি উচ্ছেদের কোনো সম্পর্ক নেই বলে তখন রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।