ঠান্ডায় জমে তুরস্ক-গ্রিস সীমান্তে ১২ অভিবাসীর মৃত্যু
তুরস্কের এরদিন প্রদেশের ইপসালা শহরের কাছে গ্রিস সীমান্তবর্তী এলাকায় ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান স্যোলু টুইটারে তুরস্কের উত্তর-পশ্চিম অঞ্চলে ১২ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
প্রবল ঠান্ডার মধ্যে খোলা আকাশে নিচে পড়ে ছিলেন ১২ জন। কারও গায়ে পাতলা জামা। কারও সেটুকুও নেই। পায়ে নেই জুতা। প্রবল ঠান্ডায় জমে মৃত্যু হয়েছিল ১১ জনেরই। এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। নিহতেরা ২২ জনের একটি দলের সঙ্গে ছিলেন।
জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুর দিকে ঘটনাস্থলের এলাকার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, গ্রিসের সীমান্তরক্ষীরা শরণার্থীদের আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিয়েছেন। গ্রিসের সীমান্ত পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল ২২ জনের দলটি।
টুইটারে ঘটনাস্থলের একাধিক ছবি পোস্ট করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান স্যোলু। গ্রিস নিহতদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।