তালেবানকে ‘ইসলামিক বিধান’ মানার আহ্বান জানাল সৌদি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/17/saudi_aarb.jpg)
আফগানিস্তানে ‘ইসলামিক বিধান’ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে এই বিধান অনুসরণ করে মানুষের জীবন, সম্পদ এবং নিরাপত্তা দিতেও তালেবানকে অনুরোধ করেছে তারা।
গত রোববার ইসলামিক গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই আহ্বান জানানো হয় বলে নিশ্চিত করেছে আল জাজিরা ও রয়টার্স।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের পাশে থাকবে রিয়াদ। সেই সঙ্গে ইসলামের মহান আদর্শের ভিত্তিতে তালেবান আন্দোলন এবং সব আফগান পক্ষের নিরাপত্তা, স্থিতিশীলতা, জীবন ও সম্পদ রক্ষায় কাজ করবে বলেও আশা প্রকাশ করে সৌদি আরব।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/08/17/capture_3.jpg 521w)
মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার জানিয়েছে, তারা আফগানিস্তানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায়। এ ছাড়া দেশটি থেকে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার বিদেশি কর্মীদের সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় কাতার।