তিক্ত সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে যাচ্ছে সৌদি আরবের দুটি প্রতিনিধি দল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/05/salman.jpg)
সৌদি আরব সরকারের দুটি প্রতিনিধিদল এ মাসে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করেছে। শনিবার সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াদ ও ওয়াশিংটন উত্তেজনাপূর্ণ সম্পর্ক ঠিক করার প্রচেষ্টা বাড়াচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চূড়ান্ত সফরের জন্য ক্ষেত্র তৈরি করেছে।
প্রথম প্রতিনিধি দলটি ১৫ জুন ওয়াশিংটন সফর করবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। এ ছাড়া সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালেদ আল-ফালিহের নেতৃত্বে দ্বিতীয় দলটি এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করেছে।
দেশটির দুজন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি সরকারের পক্ষ থেকে পরিকল্পনাটি এখনও প্রকাশ করা হয়নি বলে কর্মকর্তারা তাঁদের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/06/05/capture_4.jpg 687w)
কর্মকর্তারা বলেছেন, প্রতিনিধি দলে কয়েক ডজন সরকারি কর্মকর্তা ও সৌদি কোম্পানির প্রধান নির্বাহীরা অন্তর্ভুক্ত থাকবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা পরিবহণ, লজিস্টিকস, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি নিয়ে আলোচনা করবেন।
রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে সৌদি সরকার তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তিনি শিগগিরই সৌদি আরবে সফর করতে পারেন। সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা হতে পারে বাইডেনের।
বাইডেনের এ সফর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।