দিল্লির ঘটনায় আমরা লজ্জিত : অমর্ত্য সেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/01/delhi-amartya-sen-photo.jpg)
ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার ঘটনায় এবার সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘আমি ভারতবাসী, এটা আমার গর্ব। কিন্তু দিল্লির ঘটনায় আমরা লজ্জিত। সংখ্যালঘুদের ওপর সেখানে অত্যাচার করা হয়েছে। যাঁরা মারা গেছেন, তাঁদের বেশিরভাগ সংখ্যালঘু। দিল্লির ঘটনায় পুলিশ ব্যর্থ, থামাতে পারেনি অথবা থামাতে দেওয়া হয়নি।’
ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে প্রতীচী ইনস্টিটিউটে গতকাল শনিবার এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন অমর্ত্য সেন।
এ সময় অমর্ত্য সেন আরো বলেন, ‘দিল্লি আমাদের দেশের রাজধানী। সেখানে ধর্মনিরপেক্ষ দেশের হিন্দুরা থাকবে, মুসলমানরা থাকবে না, এটা হতে পারে না। ভারতবাসী হিসেবে চিন্তাভাবনা করার দিন এসেছে আমাদের। চিন্তাভাবনা করতে হবে।’
অমর্ত্য সেন আরো বলেন, ‘বিরোধিতা করা মানেই দেশের শত্রুতা করা নয়। বিরোধী মত না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে। আমাদের দেশের গণতন্ত্র যাই-যাই না হলেও সংকটের মুখে দাঁড়িয়েছে।’
নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর আর্থিক বৈষম্যের বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করা দরকার। মনে রাখতে হবে, নির্বাচনে এই রাজনৈতিক দলগুলো অংশ নেয়।’
বিশ্বভারতীর এক বাংলাদেশি ছাত্রীকে দেশ ছাড়ার নির্দেশ প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, ‘খবরের কাগজে যেটা দেখেছি, তাতে ওই ছাত্রী বিরোধীদের একটি ছবি ইন্টারনেটে পোস্ট করেছিলেন, সেই অপরাধে যদি দেশ ছাড়তে হয়, সেটা খুব লজ্জার। তবে এ ব্যাপারে বিস্তারিত না জেনে আমি কোনো মতামত দিতে পারব না।’