নববর্ষের শুভেচ্ছায় নাগরিকদের নগদ অর্থ দিচ্ছে তাইওয়ান সরকার
দ্বীপরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি সব নাগরিকের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হবে জানিয়ে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু স্যাং-চাং ঘোষণা করেছেন, এ বছর দেশটির প্রত্যেক নাগরিককে প্রায় ২০০ মার্কিন ডলার করে দেওয়া হবে।
সেমি কন্ডাকটর চিপ উৎপাদনসহ বিশ্বের টেক পাওয়ার হাউস হিসেবে পরিচিত রপ্তানি নির্ভর অর্থনীতির এই দেশটিতে ২০২১ সালের প্রবৃদ্ধি ছিল ৬.৪৫ শতাংশ। ২০১০ সালে ১০.২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা দেশটিতে প্রবৃদ্ধির এই হার সাম্প্রতিক সময়ে সবচেয়ে দ্রুতগতির।
যদিও ২০২৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধীরলয়ে হবে বলে আশা করা হচ্ছে আর এ কারণে সরকারের পরিকল্পনা হলো অতিরিক্ত ৩৮০ বিলিয়ন তাইওয়ানি ডলার (১২.৪ বিলিয়ন মার্কিন ডলার) রাজস্ব আয়কে আবার অর্থনীতির ধারায় ফিরিয়ে দেওয়া। এই কাজটি করা হবে দ্বীপরাষ্ট্রটিকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ধাক্কা থেকে রক্ষা করার জন্য যার মধ্যে রয়েছে বিদ্যুতের মূল্যে ভর্তুকি দেওয়া এবং শ্রম ও স্বাস্থ্য বিমার মতো বিষয়গুলোতে প্রণোদনা।
প্রধানমন্ত্রী সু স্যাং-চাং জানান, রাজস্ব করের অংশ থেকে মোট ১৪০ বিলিয়ন তাইওয়ানি ডলার নগদ অর্থ হিসেবে দেওয়া হবে আর এই হিসাব অনুযায়ী প্রত্যেক নাগরিক পাবেন ৬ হাজার তাইওয়ানি ডলার (১৯৫.৬১ মার্কিন ডলার)।
বুধবার (৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী সু সাংবাদিকদের বলেন, ‘অর্থনৈতিক অর্জনের এই ফল যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব নাগরিকের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হবে। এ বিষয়ে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে। আশা করা হচ্ছে তা পার্লামেন্টে পাস হবে কেননা সেখানে ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এক সপ্তাহের ছুটির প্রতি ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী সু স্যাং-চাং সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি প্রত্যেক নাগরিক নতুন চন্দ্র বর্ষের শুরুর পর নববর্ষের এই শুভেচ্ছা পেয়ে যাবেন।’
তবে কীভাবে এই অর্থ বিতরণ করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তাইওয়ান বিশ্বের সেমিকন্ডাকটর উৎপাদনের অন্যতম দেশ। এগুলো ব্যবহার করা হয় গাড়ি, স্মার্টফোন থেকে শুরু করে ফাইটার জেটবিমান তৈরিতে। কোভিড-১৯ অতিমারির সময় দেশটির অর্থনীতি স্থিতিশীলভাবে প্রবৃদ্ধি অর্জন করতে থাকে। এ সময় আগের চাইতে বেশি মানুষ ঘরে বসে কাজ করতে থাকায় ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার ও চাহিদা আরও বেড়ে যায়। পাশাপাশি বেড়ে যায় সেমিকন্ডাকটর চিপের চাহিদাও।
তাইওয়ানের কেন্দ্রীয় ব্যাংক ডিসেম্বরে ২০২২ সালের জিডিপি প্রবৃদ্ধির হার ২.৯১ শতাংশ কমিয়ে আনছে বলে জানায়। এর আগে সেপ্টেম্বরে ধারণা করা হয়েছিল জিডিপির হার কমে যাবে ৩.৫১ শতাংশ।
ধারণা করা হচ্ছে, তাইওয়ানের ২০২৩ সালের জিডিপির প্রবৃদ্ধি ২.৫৩ শতাংশ বেড়ে যাবে। এক বছর আগের প্রবৃদ্ধির চাইতে দেশটির অর্থনীতি ৪.০১ শতাংশ হারে বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় ব্যাংক।