‘নব্য ফ্যাসিবাদীদের’ বিচার হবে : প্রেসিডেন্ট লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে জাইর বলসোনারো সমর্থকদের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেছেন, প্রেসিডেন্ট প্যালেসে হামলাকারী নব্য ফ্যাসিবাদীদের বিচার করা হবে। হামলার ঘটনায় তিন শতাধিক বলসোনারো সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর উগ্র সমর্থকরা প্রেসিডেন্ট প্যালেস, কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালায়। ঘটনাটির সঙ্গে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের ইউএস ক্যাপিটলে হামলার বিষয়টি উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে, ব্রাজিলেও বলসোনারোর সমর্থকরা একই ধরনের ঘটনা ঘটিয়েছে।
হামলার সময় রাজধানী ব্রাসিলিয়াতে উপস্থিত ছিলেন না লুলা। তবে তিনি ক্ষুব্ধ ভাষণে অঙ্গীকার করেছেন, হামলা জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।
হামলায় অংশগ্রহণকারীদের ভাঙচুরকারী, নব্য ফ্যাসিবাদী ও অন্ধবিশ্বাসী বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে, হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েকশ ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার এক টুইট বার্তায় ব্রাজিলের পুলিশ বলেছে, রাজধানীতে অন্তত ৩০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও বলেছে, হামলায় জড়িত শেষ ব্যক্তি চিহ্নিত হওয়ার আগ পর্যন্ত অভিযান ও তদন্ত চলবে।
হামলায় এখন পর্যন্ত কোনও মৃত্যুর কথা শোনা যায়নি। তবে হামলাকারীরা তিনটি ভবনে তাণ্ডব চালিয়েছে।