নাইজেরিয়ায় টিভি চ্যানেলের কার্যালয় পুড়িয়ে দিল উত্তেজিত জনতা (ভিডিও)
নাইজেরিয়ায় পুলিশি বর্বরতার বিরুদ্ধে চলমান বিক্ষোভে গুলি চালিয়ে ২০ জনকে হত্যা করা হয়েছে। এমন পরিস্থিতিতে আন্দোলনকারী জনতার দেওয়া আগুনে পুড়ে গেছে একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার দেশটির বৃহত্তম শহর লাগোসে একটি বেসরকারি চ্যানেলের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সরকারবিরোধী এই বিক্ষোভ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ঘটনাটি ঘটল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারফিউ উপেক্ষা করেই একদল লোক টিভি চ্যানেলটির কার্যালয়ে ঢুকে পড়ে। এ সময় ওই কার্যালয় থেকেই একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছিল। হামলায় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, চ্যানেলটির মালিক লাগোস রাজ্যের সাবেক গভর্নর। বর্তমান প্রশাসনে অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত তিনি। ধারণা করা হচ্ছে, এ কারণেই তোপের মুখে পড়েছে টিভি চ্যানেলটি। বিক্ষোভের মুখে লাগোসসহ বেশকিছু শহরে বুধবার থেকে কারফিউ চলছে।
উল্লেখ্য, সার্স হলো নাইজেরিয়া পুলিশের একটি বিতর্কিত শাখা। এই শাখার বর্বরতার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরুর পর এই শাখাটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় দেশটির সরকার।