পরমাণু চুক্তিতে ফিরতে অন্তহীন আলোচনায় বসবে না ইরান
পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার আলোচনা অন্তহীনভাবে চালিয়ে যেতে আগ্রহী নয় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খাতিবজাদেহ শনিবার এ কথা জানান।
খাতিবজাদেহ যুক্তরাষ্ট্রের প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার পরিত্যাগ করারও আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৫ সালে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি করা হয় তা ডোনাল্ড ট্রাম্প এসে বাতিল করে দেন। এ ছাড়া ট্রাম্প ইরানের ওপর একতরফা অবরোধও আরোপ করেন।
সম্প্রতি ভিয়েনায় চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার বিষয়ে গত ৬ এপ্রিল যে আলোচনা শুরু হয় তাতে ইরান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে পরোক্ষভাবে।
ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিটি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশান (জেসিপিওএ) হিসেবে পরিচিত।
সায়িদ খাতিবজাদেহ টুইট করে বলেন, যুক্তরাষ্ট্র চুক্তিটি ধ্বংসের চেষ্টা করছে।