পাকিস্তানকে পাঁচ লাখ ডোজ করোনার টিকা দিল চীন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/01/pak.jpg)
চীনের উপহার দেওয়া করোনার টিকার প্রথম চালানে পাঁচ লাখ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিন পাকিস্তানে পৌঁছেছে। ছবি : সংগৃহীত
চীনের উপহার দেওয়া করোনার টিকার প্রথম চালানে পাঁচ লাখ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিন পাকিস্তানে পৌঁছেছে। আজ সোমবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর ড. ফয়সাল সুলতানের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আলজাজিরা।
ফয়সাল সুলতান জানান, সোমবার ভোরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সামরিক বিমান অবতরণ করে। তিনি বলেন, ‘আল্লাহর প্রশংসা, সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছেছে! চীন এবং এর সঙ্গে যারা জড়িত তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোফার্ম চীনের দুটি টিকার একটি তৈরি করছে। সিনোফার্মের টিকার নাম সিনোভ্যাক।
চীনের আরেক ভ্যাকসিন ক্যানসিনোর তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে পাকিস্তানে। পাকিস্তান গত মাসে সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।