পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বৃহস্পতিবার ব্লিনকেন এ শুভেচ্ছা জানান। খবর জিও নিউজের।
পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পিটিআইয়ের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা হারানোর পর সোমবার শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। শাহবাজ পান ১৭৪ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী শাহ মাহমুদ কোরেশি কোনো ভোট পাননি। কেননা, এর আগেই পার্লামেন্ট থেকে পিটিআইয়ের সদস্যরা পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার ভোরের দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী শাহবাজকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ব্লিনকেন বলেন, ‘বৃহৎ পরিসরে পারস্পরিক স্বার্থ বিবেচনায় পাকিস্তান ৭৫ বছর ধরে আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী এবং আমরা আমাদের সম্পর্ককে মূল্য দিই। যুক্তরাষ্ট্র পাকিস্তানে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানায় এবং পাকিস্তানের সরকারের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হচ্ছে শক্তিশালী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক পাকিস্তান আমাদের উভয়ের স্বার্থের জন্য জরুরি।’
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন।