পাকিস্তানের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় পাঁচ সৈন্য নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সীমান্ত চৌকিতে সন্ত্রাসীদের হামলায় পাঁচ সৈন্য নিহত ও আরও চার জন আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে প্রদেশটির কুররাম জেলার সীমান্ত চৌকিতে আফগানিস্তানের ভূখণ্ড থেকে হামলাটি চালানো হয় বলে রয়টার্স ও ডন অনলাইলনের প্রতিবেদনে জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে জ্ঞাত লোকজন জানিয়েছেন, কুররাম জেলার আঙ্গুর টাঙ্গি সীমান্ত চৌকিকে লক্ষ্যস্থল করে হামলাকারীরা। এ চৌকিটির অবস্থান আফগানিস্তানের খোস্ত প্রদেশের সীমান্ত সংলগ্ন এলাকায়।
তারা জানান, শনিবার রাত ৮টা থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে পরবর্তী তিন ঘণ্টা ধরে চলে। আফগানিস্তানের দিক থেকে আসা ওই হামলাকারীরা বেশ কয়েকবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বেড়া ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন তারা।
পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ) এ হামলার কথা নিশ্চিত করেছে। পাকিস্তান নিরাপত্তা বাহিনী হামলার সমুচিত জবাব দিয়েছে বলে জানিয়েছে তারা।
পাকিস্তানের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে বহু হামলাকারী নিহত হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চলাতে সন্ত্রাসীরা আফগানিস্তানের ভূমি ব্যবহার করায় পাকিস্তান তীব্র নিন্দা জানিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদও এ হামলার নিন্দা জানিয়েছেন। আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বন্ধে আফগানিস্তানের তালেবান সরকারকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন তিনি।
অগাস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছে ডন।