পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চীনা প্রকৌশলীসহ নিহত ১৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/14/image_1.jpg)
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার আপার কোহিস্তান জেলার দাসু জলবিদ্যুৎ প্রকল্পের কাছে একটি বাসে বিস্ফোরণের পর সেটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে নয়জন চীনা প্রকৌশলীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
আজ বুধবার স্থানীয় সময় সকালের এ ঘটনায় পাকিস্তানের দুই সেনা সদস্যও নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বিস্ফোরণটি রাস্তার পাশে পুতে রাখা বোমা না বাসটিতে রাখা কোনও বোমার কারণে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পাকিস্তানের চীনা দূতাবাস এক বিবৃতিতে তাদের নয় নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে।
খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জম আনসারি জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই সেনা ও দুই স্থানীয় লোক রয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/07/14/capture.jpg 480w)
নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘বিস্ফোরণের পর বাসটি একটি গভীর খাদে পড়ে যায়। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়ার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’
হেলিকপ্টারে করে ঘটনাস্থলের দিকে রওনা হওয়ার আগে পুলিশ কর্মকর্তা আনসারি বলেন, ‘নাশকতা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে।’
একটি বিস্ফোরণ বাসটিতে আঘাত হেনেছে বলে অন্তত আরও তিনজন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
পাকিস্তানের হাজারা অঞ্চলের একজন প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ৩০ জনেরও বেশি চীনা প্রকৌশলীকে নিয়ে আপার কোহিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় যাচ্ছিল বাসটি।