পাকিস্তানে সাংসদের বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/23/paakistaan.jpg)
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সাংসদ (এমপি) মাওলানা সালাউদ্দিন আয়ুবি নবম শ্রেণির এক কিশোরীকে বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়া পর এখন বিষয়টি তদন্ত শুরু করেছে প্রদেশের চিত্রাল পুলিশ। সালাউদ্দিন জামায়াতে উলেমা–ই–ইসলামেরও (জেইউআই–এফ) নেতা।
স্থানীয় গণমাধ্যম পাকিস্তান অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, চিত্রালে নারীদের নিয়ে কাজ করা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
এদিকে দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, কিশোরীটি জুঘহুরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সেখানে তাঁর জন্ম ২০০৬ সালের ২৮ অক্টোবর উল্লেখ করা আছে। এই তারিখ অনুযায়ী ওই কিশোরীর বয়স মাত্র ১৪ বছর।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/02/23/paakistaan_0.jpg 687w)
পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, মাওলানা সালাউদ্দিন আয়ুবির বয়স ৫০–এর কোটায়। চিত্রাল পুলিশ স্টেশন এসএইচও ইন্সপেক্টর সাজ্জাদ আহমেদ বলেন, কিছুদিন আগে এনজিওর কাছ থেকে এ অভিযোগ পান তাঁরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত শুরুর কথাও জানান তিনি।
আইন ভঙ্গ করে নিজের বয়সের তুলনায় চার গুণ ছোট কিশোরীকে বিয়ে করেন ওই সাংসদ। পাকিস্তানের আইন অনুযায়ী, ১৬ বছরের নিচের কিশোরীর বিয়ে বেআইনি ও কোনো মা–বাবা ইচ্ছে করে নাবালিকা মেয়ের বিয়ে দিলে তা দণ্ডনীয় অপরাধ।
উল্লেখ, মাওলানা সালাউদ্দিন আয়ুবি প্রদেশের এনএ-২৬৩ কিল্লা আব্দুল্লাহ আসন থেকে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জয় লাভ করেন।