পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল
রাষ্ট্রদ্রোহের মামলায় বিশেষ আদালতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দিয়েছে লাহোর হাইকোর্ট।
রায়ের বিরুদ্ধে জেনারেল মোশাররফের আপিল আবেদনের শুনানি চলাকালে আজ সোমবার হাইকোর্ট এ দণ্ড খারিজ করে দেন।
লাহোর হাইকোর্টের তিন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ (বিচারপতি সাইদ মাজহার আলি আকবর নাকভি, বিচারপতি আমির ভাট ও বিচারপতি চৌধুরী মাসুদ জাহাঙ্গীর) এই রায় দেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, রাষ্ট্রদ্রোহের ওই মামলাটি আইনসম্মত ছিল না বলেও মত দিয়েছেন আদালত।
লাহোরের হাইকোর্ট রায়ে বলেছেন, যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা ‘অসাংবিধানিক’ ও ‘অবৈধ’।
পারভেজ মোশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেন। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০০৭ সালের নভেম্বরে তিনি দেশটির সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। তারপর বিক্ষোভ শুরু হলে অভিশংসনের ঝুঁকি এড়াতে ২০০৮ সালে পদত্যাগ করেন মোশাররফ।
সংবিধান বাতিলের কারণে ২০১৩ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ গত ১৭ ডিসেম্বর মোশাররফের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণার বহু আগে থেকে মোশাররফ বিদেশে। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে।