পুতিন ও রুশ সেনাদের মৃত্যুকামনার পোস্টে ছাড় দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/12/fb-insta.jpg)
রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডসহ কয়েকটি দেশের ব্যবহারকারীদের কেউ সংঘাতমূলক পোস্ট করলে তাতে ছাড় দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ইউক্রেন আক্রমণ ইস্যুতে রাশিয়ার লোকজন এবং দেশটির সেনাদের বিরুদ্ধে সংঘাতের আহ্বান জানিয়ে কেউ পোস্ট করলে তা মুছে ফেলা হবে না বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। এমন ঘৃণামূলক স্ববিরোধী নীতির কারণে বেশ সমালোচনার সম্মুখীন হয়েছে কোম্পানিটি। যদিও এই নীতি সাময়িক এবং মেটা এ সংক্রান্ত নীতিমালায় কিছুটা পরিবর্তন এনেছে।
তবে, এখনও ওইসব দেশের ব্যবহারকারীরা চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে পোস্ট দিতে পারবেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/12/fb-insta-insert.jpg 687w)
মেটার কন্টেন্ট মডারেটরদের মধ্যকার চালাচালি করা ইমেইল বার্তা থেকে কোম্পানিটির এমন নীতির বিষয়টি জানা গেছে।
এক বিবৃতিতে মেটা বলেছে, ‘রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর আমরা সাময়িকভাবে এমন রাজনৈতিক বক্তব্যকে আমাদের প্ল্যাটফর্মে পোস্ট করতে দিচ্ছি, যেগুলো আমাদের সাধারণ সময়ের নীতি ভঙ্গ করে। যেমন, রাশিয়ার আগ্রাসন পরিচালনাকারীদের মৃত্যু কামনা। তবে, এখন পর্যন্ত আমরা রাশিয়ার সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সংঘাতের আহ্বান জানানো কোনোকিছু অনুমোদন করছি না।’