ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান ইরানের
মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তাদের অন্তরের ক্ষত সারানোর চেষ্টা করার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ। ইরান বলেছে, বিশ্ব ইহুদিবাদী চক্রের সদূরপ্রসারি পরিকল্পনার আওতায় পশ্চিমা দেশগুলোতে একের পর এক বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করা হচ্ছে।
ইরানের সংসদ সদস্যরা শনিবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে এ আহবান জানিয়েছেন, খবর পার্স টুডের।
বিবৃতিতে বলা হয়, মুসলিম বিশ্ব আরেকবার ষড়যন্ত্রকারীদের নোংরা ও কুরুচিপূর্ণ চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে। পশ্চিমা দেশগুলো কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে তাদের কুরুচিপূর্ণ চিন্তাধারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, শুধু মুসলমানরা নয় বরং সব ঐশী ধর্মের প্রকৃত অনুসারীরা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার নিন্দা জানিয়েছে। এ অবস্থায় যদি এখনই এই অবমাননাকে রুখে দেওয়া না হয় তাহলে এরপর তারা হজরত ঈসা (আ.) ও হযরত মূসা (আ.)-এর অবমাননা করতেও পিছপা হবে না।
ইরানের সংসদ সদস্যদের বিবৃতিতে ইসলাম অবমাননার এই নিকৃষ্ট কাজকে লজ্জাজনক আখ্যায়িত করে ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ করে আরো বলা হয়েছে, ফরাসি সরকারকে এই জঘন্য কাজ করার জন্য দুঃখ প্রকাশ করে এই ন্যক্কারজনক কাজ করার জন্য গোটা মুসলিম উম্মাহর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।