ফ্রান্সে এবার যাজককে গুলি
ফ্রান্সের লিওঁ শহরে একটি গির্জার কাছে এক যাজককে লক্ষ্য করে গুলি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল ৪টার দিকে তাঁকে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারী। বর্তমানে ওই যাজকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ। তবে এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
লিওঁ শহরের পাবলিক প্রসিকিউটর নিকোলাস গতকাল রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার সঙ্গে মিল রেখে প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে। তাঁকে আটক করার সময় তাঁর সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। তদন্তকারীরা সত্যতা জানার চেষ্টা চালাচ্ছে।
লিওঁর মেয়র গ্রেগরি ডাসেট বলেছেন, ‘এ হামলার উদ্দেশ্য সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।’
এদিকে, এ ঘটনার মাত্র দুদিন আগেই বৃহস্পতিবার ফ্রান্সের আরেক শহর নিসের একটি গির্জায় ছুরি হামলায় নারীসহ তিনজন নিহত হন।
ওই আক্রমণের ঘটনাকে ‘ইসলামী সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।