স্পেন-পর্তুগালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরেছে

দেশব্যাপী ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের পর স্পেন এবং পর্তুগালের বেশিরভাগ অংশে বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে। যদিও কর্তৃপক্ষ এখনও হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজে পায়নি। তবে তারা এর কারণ বের করার চেষ্টা করছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।
রয়টার্স জানিয়েছে, বিদ্যুৎ পুনরায় চালু হওয়ার ফলে স্পেনে স্কুল এবং অফিসগুলো পুনরায় চালু হয়েছে। দীর্ঘ বিলম্বের পর গণপরিবহণ পুনরায় চালু হওয়ার ফলে যানজট কমেছে। বিদ্যুৎ না থাকায় অনেক হাসপাতাল জেনারেটর দিয়ে কাজ চালিয়ে গেলেও কিছু কিছু হাসপাতালে রোগীর সেবাদান বন্ধ ছিল। বিদ্যুৎ পুনরায় চালুর ফলে এসব হাসপাতালেও চিকিৎসা সেবা পুনরায় চালু হয়েছে।
স্পেনের বিদ্যুৎ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা বলেছে, তারা মঙ্গলবার সকালে দেশের প্রায় সব স্থানে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে পর্তুগালের গ্রিড অপারেটর (আরইএন) জানিয়েছে, সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে তাদের দেশের ৮৯টি বিদ্যুৎ সাবস্টেশন পুনরায় চালু করা হয়েছে।

পর্তুগিজ গ্রিড অপারেটর আরও জানিয়েছে, আইবেরিয়ান উপদ্বীপে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের একদিন পরই পর্তুগালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
আরইএন-এর একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছে, ‘জাতীয় পরিবহণ নেটওয়ার্কের সমস্ত সাব-স্টেশন পুনঃস্থাপিত হয়েছে।’
এর আগে, স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এমন বিপর্যয় শুরু হয়। সমস্যা সমাধানে স্পেন ও পর্তুগালের মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে।
স্প্যানিশ পাওয়ার গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, সোমবার বিদ্যুৎ বিভ্রাটের পর বিদ্যুৎ পুনরুদ্ধারের জন্য তারা জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে কাজ করে।

স্পেনের রেডিও স্টেশনগুলো জানিয়েছে, ট্র্যাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে যানজট দেখা দেয়।
অন্যদিকে পর্তুগিজ পুলিশ জানিয়েছে, সারা দেশে ট্রাফিক সিস্টেমে বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়েছে। লিসবন ও পোর্তোতে মেট্রো ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ পুনরায় চালু হওয়ায় এখন আবার চলাচল শুরু হয়েছে।