বিশেষ উদ্যোগে হজের সুযোগ পেলেন ৩০০ প্রতিবন্ধী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/07/pilgrims.jpg)
এ বছর ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৩০০ প্রতিবন্ধী মানুষ। খবর আরব নিউজের।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের শুরু করা একটি জাতীয় উদ্যোগের অংশ হিসেবে টানা দ্বিতীয় বারের মতো প্রতিবন্ধী মানুষদের হজের সুযোগ করে দেওয়া হয়েছে। জাতীয় এ উদ্যোগের আওতায় সৌদি আরবের এতিমদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পটি প্রতিবন্ধী হজযাত্রীদের স্বচ্ছন্দে হজ পালন করতে সার্বিক সহায়তা দিচ্ছে এবং এটি সৌদি আরবের সংস্কার পরিকল্পনা ভিশন ২০৩০-এর একটি অংশ।
সৌদি সরকার এ বছর ১০ লাখ মানুষকে হজ করার অনুমতি দিয়েছে। করোনা মহামারির কারণে গত দুবছর খুবই সীমিত পরিসরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশটি। তবে এ বছর বিদেশি হজযাত্রীদের সুযোগ দেওয়া হয়েছে।
দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ বছর হজযাত্রীদের গ্রহণের জন্য ১০ হাজার কর্মী নিয়োজিত রেখেছে।
এ ছাড়া এ বছর পবিত্র হজ উপলক্ষ্যে দেওয়া আরাফাত দিবসের খুতবাটি বাংলাসহ মোট ১৪টি ভাষায় লাইভ অনুবাদ প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/07/pilgrims-capture.jpg)
অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো—ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল।