বিশ্বে করোনা আক্রান্ত ৬৮ কোটি ৬০ লাখ
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ২৭২ জন এবং এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪২ হাজার ৯৩৭ জন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৩১ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে এবং দেশটিতে ১১ লাখ ৫৮ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে ১০ হাজার ৯৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৫৪২। ২৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ১১৪ জনে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা চার কোটি ৪৮ লাখ ১৮ হাজার ১১৫ জন।
এদিকে, ফ্রান্স ও জার্মানিতে এখন পর্যন্ত ৩৯ কোটি ৯০৩ লাখ ৪১৯ হাজার জন এবং ৩৮ কোটি ৩৮৫ লাখ ৫২৬ জন করোনাভাইরাসে রোগী শনাক্ত হয়েছে, যা বিশ্বের সংখ্যার দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে এবং ইউরোপীয় দেশগুলোতে ১৬৬ লাখ ২৪ হাজার এবং ১৭২ লাখ ৮৬ হাজার জনের মৃত্যু হয়েছে।
দেশে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে আটজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ১২৪ জনে পৌঁছেছে। দেশে করোনা থেকে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ পাঁচ হাজার ৫৯১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।