ব্রাজিলের রাস্তায় ৩০ ঘণ্টা পড়ে ছিল পথজীবীর নিথর দেহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/24/braajil.jpg)
করোনাভাইরাসের আঘাতে পর্যুদস্ত গোটা বিশ্ব। মৃত্যুর মিছিল যেন থামছেই না। বিশ্বে করোনায় আক্রান্ত দেশের তালিকায় সর্বোচ্চ তৃতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। দেশটির রিও ডি জেনেরিওর নিকটবর্তী একটি এলাকায় ভ্যালনির ডি সিলভা নামক এক ব্যক্তি মৃত্যুর পর ৩০ ঘণ্টা ধরে তার মরদেহ রাস্তার ধারে পড়ে ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে গালফ নিউজ এসব তথ্য জানায়।
৬২ বছর বয়সী মৃত ভ্যালনিরের পরিবারের লোকজন শনিবার জানায়, দীর্ঘ সময়েও নগর কর্তৃপক্ষের কেউ কোনো ব্যবস্থা নেয়নি। করোনাভাইরাস সন্দেহে স্থানীয় লোকজন কেউ এগিয়ে আসেননি। ছোট একটি ফুটবল মাঠ আর গাড়ি পার্কিংয়ের মাঝামাঝি চিপা জায়গায় শনিবার সকালে মৃত্যুর পর থেকে রোববার সকাল পর্যন্ত নিথর পড়ে ছিল।
পরে রোববার সকালে এক ফটোসাংবাদিক বিষয়টি দেখেন। কয়েক মাস আগে স্ত্রীর মৃত্যুর পর থেকে পথের ধারেই জীবনযাপন শুরু করেন অভাবগ্রস্ত ভ্যালনির।
ব্রাজিলে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন লাখ ৪৪ হাজার ৪৮১ জন। আর এখন পর্যন্ত মারা গেছে ২২ হাজারের বেশি। করোনা সংকটে দেশটির সরকার পর্যাপ্ত ও সঠিক ব্যবস্থা নিতে পারছে না বলে সমালোচনা চলছে।