ভারতের অংশ জুড়ে নতুন মানচিত্র প্রকাশ পাকিস্তানের
নেপালের পদাঙ্ক অনুসরণ করে এবার সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের এমন সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, শুধু সমগ্র কাশ্মীর নয়, গুজরাটের জুনাগড়কেও নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে নয়া মানচিত্রের অনুমোদন দেন ইমরান খান।
তিনি দিনটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। ইমরান জানান, গত বছরের ৫ আগস্ট নেওয়া ভারত সরকারের অবৈধ দখলদারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই মানচিত্র একটি প্রতিবাদ।
এদিকে, ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার এক বছর পূর্তিতে বড় ধরনের হামলার আশঙ্কায় গতকাল এবং আজ দুদিন ধরে কারফিউ চলছে।