ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে : আইএমএ
ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজারের বেশি করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ ছাড়া দেশটিতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ছাড়িয়ে গেছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ গতকাল শনিবার জানিয়েছে, ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
ভারতের কেরালা রাজ্যের সরকার গত শুক্রবারই গোষ্ঠী সংক্রমণের কথা নিশ্চিত করেছিল। এরপর গতকাল শনিবার আইএমএ ভারতে গোষ্ঠী সংক্রমণের বার্তা দেয়। আইএমএ হাসপাতাল বোর্ড অব ইন্ডিয়ার চেয়ারপারসন ডা. ভি কে মাঙ্গা জানান, ভারতে এখন করোনার উদ্বেগজনক বৃদ্ধি হচ্ছে। প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি বৃদ্ধি পাচ্ছে। এটি ভারতের জন্য খারাপ পরিস্থিতি। সামগ্রিকভাবে করোনার সংক্রমণ এখন গ্রামাঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে সম্প্রদায়ের মধ্যে।
তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো স্বীকার করেনি যে ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। কিন্তু যে হারে করোনার সংক্রমণ বাড়ছে এবং কেরালাসহ বেশ কিছু রাজ্যে তা গোষ্ঠী সংক্রমণের রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর ভারতেই এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছে।
ভারতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরো কথা বলতে গিয়ে ডা. মাঙ্গা বলেন, ‘এখন কোভিড-১৯ দেশের শহরে ও গ্রামে অনুপ্রবেশ করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। দিল্লি ও মহারাষ্ট্রের পর কর্ণাটক, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে।’
ভারতে এ মুহূর্তে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে তিন লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৬ হাজারের বেশি মানুষ।