ভারতে মুসলিম নারীর ছবি অ্যাপে দিয়ে নিলাম ও বিক্রি, সমালোচনার ঝড়
বছরের প্রথম দিন ঘুম থেকে উঠে ভারতের এক মুসলিম নারী সাংবাদিক জানতে পারেন তাঁর ছবি ব্যবহার করে অনলাইনে তাঁকে নিলামে তুলে বিক্রি করা হয়েছে। ওই নারী এ ঘটনা সামাজিক যোগাযোমাধ্যমে জানালে সমালোচনার ঝড় ওঠে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব কথা জানায়।
এ ঘটনায় ভারতীয় সাইবার আইনে দিল্লির একটি থানায় মামলা করেছেন ওই নারী সাংবাদিক।
‘বুল্লি বাই’ নামক অ্যাপটিতে শত শত মুসলিম নারীর ছবি দিয়ে নিলাম হাঁকা হয়। এসব ছবির বেশির ভাগই তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে তাঁদের অনুমতি ছাড়া সংগ্রহ করা হয়।
শনিবার ভুক্তভোগী নারী সাংবাদিক টুইটারে ‘নিজের বিক্রি হয়ে যাওয়া’ ছবি শেয়ার করে লেখেন, একজন মুসলিম নারী হিসেবে এমন ভয় ও বিরক্তি নিয়ে বছর শুরু করতে হচ্ছে, খুবই দুঃখজনক।
কয়েক মাস আগে ‘সুল্লি ডিল’ নামের একই রকম একটি অ্যাপ আলোচনায় আসে।
অন্যদিকে, বুল্লি বাই অ্যাপটিকে এরই মধ্যে ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সফটওয়্যার নির্মাণ প্ল্যাটফর্ম গিটহাব এরই মধ্যে অ্যাপনির্মাতাকে ব্লক করেছে বলে জানান মন্ত্রী।
‘সুল্লিডিলস’র মতো প্ল্যাটফর্মের মাধ্যমে নারীকে সাম্প্রদায়িকভাবে লক্ষ্য বানানোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সংসদ সদস্য ও শিবসেনা নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী।