ভোটারদের ফোনে উড়ো কল; ‘বাড়িতে বসে থাকুন’
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে ভোটারদের ফোনে ভেসে আসছে এক ভুতুড়ে কণ্ঠ। বলা হচ্ছে, ‘নিরাপদে থাকুন এবং বাড়িতে থাকুন’।
ভোটের দিন মঙ্গলবারও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অনেক ভোটার এমন কণ্ঠ শুনেছেন। বলা হচ্ছে, গত কয়েক সপ্তাহে ভোটারদের কাছে এভাবে কমপক্ষে এক কোটি ফোনকল গেছে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি হলো এক ধরনের যান্ত্রিক নারী কণ্ঠ, যা আগে থেকেই রেকর্ড করা ছিল বলে ধারণা করা হচ্ছে। অনেকের দাবি, এমন বক্তব্য প্রচারের মধ্য দিয়ে আমেরিকান ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে।
এদিকে মিশিগানের এ্যাটর্নি জেনারেল ডানা নেসেল টুইট বার্তায় জানিয়েছেন, ‘বেশ কিছু অঙ্গরাজ্যে লোকজনের ফোনে স্বয়ংক্রিয় কল আসছে, এবং তাতে তাঁদের ভোটের দিন ঘরে বসে থাকতে বলা হচ্ছে।’
এমন খবরের পর এর তদন্ত শুরু করেছে এফবিআই। সাইবার ও অবকাঠামোর নিরাপত্তা সংক্রান্ত এজেন্সির একজন কর্মকর্তা একে ভোটারদের ভীতি প্রদর্শন এবং ভোটারদের দমিয়ে রাখার কৌশল বলে বর্ণনা করেছেন।
ডানা নেসেল আরো বলেন, তিনি খবর পেয়েছেন যে, ফ্লিন্টের বাসিন্দাদের ফোনে রোবটিক কল আসছে। তাতে ভুল বার্তা দিয়ে বলা হচ্ছে, ভোটকেন্দ্রে লম্বা লাইনের কারণে তাঁদের উচিত ৪ নভেম্বর (বুধবার) ভোট দিতে যাওয়া।