মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের ভিডিও ভাইরাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/08/saudi-arab-photo.jpg)
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির মধ্যে মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাত হয়। এরপর পুরো আকাশ আলোকিত হয়ে যায়।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মুলহাম এইচ নামের এক যুবক টুইটারে গত শুক্রবার ভিডিওটি শেয়ার করেছেন। টুইটারে দেওয়া তথ্য অনুযায়ী, ওই যুবক জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যার একজন স্কলার হিসেবে নিজেকে বর্ণনা করেছেন। ওই ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনের মধ্যে মুলহাম লিখেছেন, ‘মক্কায় বৃষ্টির মধ্যে ক্লক টাওয়ারে বজ্রপাত হয়েছে।’
এরপরই ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই রিটুইট এবং মন্তব্য করে বিস্ময় প্রকাশ করেছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/08/08/saudi-arab-inside.jpg)
কয়েকদিন ধরেই সৌদি আরবের কিছু অংশে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।