মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ, উত্তরপ্রদেশে আটক ২২৭
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সদ্য বরখাস্ত হওয়া দুজন নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সহিংসতার ঘটনায় ভারতের উত্তরপ্রদেশে ২২৭ জনকে আটক করা হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ শনিবার এ তথ্য জানায়।
গতকাল শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়োগরাজ জেলায় ৬৮ জন, হাথরাস জেলায় ৫০ জন, সাহারানপুরে ৪৮, আম্বেদকরনগরে ২৮, মোরাদাবাদে ২৫ ও ফিরোজাবাদে ৮ জনকে আটক করা হয়েছে। আজ শনিবার ভারতের পুলিশের অতিরিক্ত মহাব্যবস্থাপক (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার এক বিবৃতিতে এসব তথ্য জানান।
অন্যদিকে, বিক্ষোভ চলাকালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে শুক্রবার সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১০ জন। অন্যান্য রাজ্যেও বিক্ষোভ চলছে।
আজ শনিবার পশ্চিমবঙ্গের হাওড়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেখানকার পাচলা বাজারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে। সেখানে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা।
বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের প্রধান নবীন জিন্দালের মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতের বহু এলাকায় বিক্ষোভ করছেন মুসলিমরা। দুজনকেই পরে দল থেকে সাময়িক বরখাস্ত করে বিজেপি।
নূপুর শর্মার বিরুদ্ধে দিল্লিতে মামলা হয়েছে। সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এ নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা দেওয়া হয়।
এ ছাড়া আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বের অনেক দেশই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বক্তব্য দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ভারতের হাইকমিশনারদের তলব করে ব্যাখ্যা চেয়েছে অনেক দেশ।