মারিউপোলে মানবেতর জীবন কাটাচ্ছে প্রায় ১ লাখ মানুষ : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে রাশিয়ার তীব্র বোমা হামলার মধ্যে প্রায় এক লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে।
জেলেনস্কি মঙ্গলবার রাতে ফেসবুকে ভিডিও এ কথা বলেন। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, ‘আজ পর্যন্ত, (মারিউপোল) শহরে প্রায় এক লাখ মানুষ রয়েছে। তারা অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। সম্পূর্ণ অবরোধের মধ্যে রয়েছে তারা। (সেখানে) খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। অবিরাম গোলাগুলি, আর ক্রমাগত বোমাবর্ষণ চলছে সেখানে।’

এ ছাড়া মানবিক করিডোরের মাধ্যমে বেসামরিক নাগরিকদের উদ্ধারের প্রচেষ্টা রাশিয়ার ‘বোমাবর্ষণ বা ইচ্ছাকৃত সন্ত্রাসে’ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান জেলেনস্কি।
গতকাল বাসে করে মারিউপোল ছাড়ার সময় ইউক্রেনের একদল সরকারি কর্মজীবী এবং তাঁদের বহনকারী বাসচালককে রুশ বাহিনী বন্দি করেছে বলে জানান জেলেনস্কি।
তবে জেলেনস্কি বলেন, ‘যাবতীয় অসুবিধা সত্ত্বেও, মঙ্গলবার মারিউপোল শহর থেকে সাত হাজার ২৬ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।’
এ ছাড়া ইউক্রেন গত দুই সপ্তাহে এক লাখ টন মানবিক সহায়তা পেয়েছে বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, চলতি সপ্তাহে ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে বিশ্ব নেতারা যোগদান করবেন। এ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নতুন পশ্চিমা নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে।