মার্কিন নির্বাচন : নেভাদায় ব্যবধান বাড়লো বাইডেনের
ছয় ইলেকটোরাল ভোটের নেভাদা অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। এই অঙ্গরাজ্যের ফলাফল যেকোনো মুহূর্তে আসতে পারে। তবে জো বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ব্যবধান কিছুটা বাড়িয়েছেন।
আগে প্রায় আট হাজার ব্যবধানে এগিয়ে থাকা বাইডেন এখন ১১ হাজার চারশ ৩৮ ভোট এগিয়ে আছেন। এমনটাই জানা গেছে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৬ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ। গণনা হওয়া ভোটের মধ্যে জো বাইডেন পেয়েছেন ছয় লাখ চার হাজার ৪৫১ ভোট। আর ট্রাম্প পেয়েছেন পাঁচ লাখ ৯২ হাজার আটশ ১৩ ভোট। ভোটের ব্যবধানে বাইডেন ১১ হাজার ৪৩৮ ভোট এগিয়ে আছেন।
২৬৪ ইলেকটোরাল ভোট পাওয়ার পর ম্যাজিক ফিগার থেকে আর মাত্র ছয় ভোট দূরে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। যদি ছয় ইলেকটোরাল ভোটের নেভাডায় জয় নিশ্চিত হয়ে যায় বাইডেনের তাহলে ২৭০টি ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন তিনি।