মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা আরএসএস প্রধানের
হিন্দুত্ববাদী কট্টরপন্থি ভাবমূর্তি ছাপিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত। তিনি বলেছেন, ‘হিন্দু-মুসলমানের মধ্যে যদি কোনো মতানৈক্য থেকেও থাকে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।’
গতকাল রোববার ‘হিন্দুস্তানি প্রথম, হিন্দুস্তান প্রথম’ শিরোনামে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত সভায় এ কথা বলেন মোহন ভগবত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এসব কথা জানানো হয়।
সংখ্যালঘুদের ওপর গোরক্ষকদের বিরুদ্ধে হামলার অভিযোগ নিয়ে সংঘপ্রধান বলেন, ‘গরুকে ভারতে পূজা করা হয়। তবে যে বা যারা গোরক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তারাও হিন্দুত্ববিরোধী। তবে জনরোষের বেশ কিছু ভুয়া অভিযোগও করা হয়েছে বিভিন্ন সময়ে। মুসলিমরা ভারতে বিপদে আছেন, এই ধরনের ভীতিচক্রের ফাঁদে পা দেবেন না। হিন্দু-মুসলিমে পার্থক্য আছে, তবে শেষ পর্যন্ত তারা এক। সব ভারতীয় একই উৎস থেকে এসেছে।’
মোহন ভগবত বলেন, ‘কেউ কীভাবে পূজা করছে, তা দিয়ে মানুষে মানুষে বিভাজন করা যায় না। কেউ যদি বলে, মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তাহলে সে হিন্দু নয়।’
মোহন ভগবত আরও বলেন, ‘আমরা গণতন্ত্রে বাস করি। এখানে হিন্দু বা মুসলিম, কারও প্রাধান্য থাকতে পারে না। প্রাধান্য পাবে শুধু ভারতীয়রা। আমাদের দেশকে শক্তিশালী করতে কাজ করতে হবে। সমাজের উন্নয়নে কাজ করতে হবে।’
আরএসএসপ্রধান আরও বলেন, ‘দেশবাসীর ঐক্য ছাড়া কখনোই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ঐক্যের সূত্রেই জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রসার দরকার। দেশের পূর্বপুরুষদের যে ঐতিহ্য তাঁকে রক্ষা করাই লক্ষ্য হওয়া উচিত।’