মেক্সিকোতে বন্দুকযুদ্ধে চার পুলিশসহ নিহত ১৪
মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে অন্তত ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পাচারকারী চক্রের সন্দেহভাজন সদস্য। বাকি চারজন পুলিশ সদস্য। গত শনিবার মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি একটি শহরে এ বন্দুকযুদ্ধ ও প্রাণহানির ঘটনা ঘটে।
মেক্সিকোর কোয়াইলা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছেন, সহিংস মাদক চক্রগুলোর মধ্যকার অন্তর্দ্বন্দ্বের মধ্যেই এ প্রাণহানির ঘটনা ঘটল। মেক্সিকো গত এক যুগ ধরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাছে। দেশটির সেনাবাহিনী মাদক ব্যবসায়ীদের নির্মূলে যে অভিযান পরিচালনা করছে তাতে বড় মাদক ব্যবসায়ী গোষ্ঠীগুলো ছোট ছোট উপদলে ভাগ হয়ে গেছে। এর ফলে দেশটিতে মাদক সংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে।
গত ২৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, মেক্সিকোর মাদক পাচারকারী চক্রকে অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিতে চায় যুক্তরাষ্ট্র।
এরপর গত ২৯ নভেম্বর মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়াল লোপেজ ওব্রাদর এক বিবৃতিতে বলেন, মেক্সিকোর সহিংস সন্ত্রাসীদের নির্মূলে কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এই ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান মেক্সিকান প্রেসিডেন্ট।